কলকাতায় বেড়ে ওঠা হলেও পাওলি দামের জন্ম ফরিদপুরে

ফরিদপুর বর্তমানে বাংলাদেশের অংশ

ছেলেবেলা থেকেই পড়াশোনায় ভালো ছিলেন

বৌবাজারের লোরেটো স্কুল থেকে পড়াশোনা করেন পাওলি

উচ্চ মাধ্যমিকেও ভালো ফল করেছিলেন

শুধু পড়াশোনাতেই ভালো নন, বহুবার পেয়েছেন স্কলারশিপও

ছেলেবেলা থেকেই নাচের শখ ছিল অভিনেত্রীর

কিন্তু কোনওদিনই নাকি অভিনেত্রী হতে চাননি

যদিও কেরিয়ার শুরু করেন ছোট পর্দা দিয়ে

জনপ্রিয় ধারাবাহিক 'জীবন নিয়ে খেলা'য় দিয়ে শুরু হয় অভিনয়

পরবর্তীকালে 'তিথির অতিথি'তে অভিনয়

বড় পর্দায় অভিনয় শুরু করেন 'তিন ইয়ারি কথা' দিয়ে

সুদেষ্ণা রায় ও অভিজিত গুহ-র পরিচালিত ছবি দিয়ে

বাংলা এবং হিন্দি উভয় ছবিতেই দাপিয়ে অভিনয় করেছেন

'হেট স্টোরি' দিয়ে বলিউডে আত্মপ্রকাশ ঘটে

পড়াশোনায় তুখোর পাওলি ভর্তি হল বিদ্যাসাগর কলেজে

স্নাতক হওয়ার পরও পড়াশোনা ছাড়েননি পাওলি

রাজাবাজার সায়েন্স কলেজ থেকে রসায়নে স্নাতকোত্তর ডিগ্রিও লাভ করেন