পূর্ব কলিকাতা সর্বজনীনের মণ্ডপ
শিল্পী বাংলাদেশের সুলতানা মিমি।
হাতেই বোনা হয়েছে অধিকাংশ কাঁথা।
জীবনের সুখ দুঃখের গল্প এঁকেছেন এই কাঁথা শিল্পের মাধ্যমে
শতবর্ষ পেরোনো একাধিক কাঁথাও
সুচিকর্মে ফুটে উঠেছে ফুল-লতা-পাতা
নানা রঙের সমাহারে দারুণ এক রংমিলান্তি মণ্ডপ জুড়ে
নকশিকাঁথা বাংলার অতিপ্রাচীন সুখ্যাত লোকশিল্প।
তা অবশ্য থাকছে সাসপেন্সই
শিল্পী বাংলাদেশের সুলতানা মিমি।