চোরবাগানের চট্টোপাধ্যায় পরিবারের দুর্গাপুজো

কাঠামোপুজো অনুষ্ঠিত হয় জন্মাষ্টমী তিথিতে

ভোগ রান্নার দায়িত্বে থাকেন বাড়ির ছেলেরা।

পুজোর সব জোগাড় করেন বাড়ির মেয়েরাই।

চোরবাগানের চট্টোপাধ্যায় পরিবারের দুর্গাপুজো

সন্ধিপুজোর সময় ১০৮ টি প্রদীপ সাজানোর রীতি রয়েছে এই বাড়িতেও

মহাষষ্ঠীর রাতে বাড়ির বউরা মা-কে বরণ করেন,

তাকে বলে বেলবরণ প্রথা

চোরবাগানের চট্টোপাধ্যায় পরিবারের দুর্গাপুজো

দশমীর দিন দেবীর দুর্গাকে বাসি-ভোগ দেওয়া হয়

নবমীর রাতে রান্না করা ভোগ

পরদিন সকালে দেবীকে উত্সর্গ করা হয়

চোরবাগানের চট্টোপাধ্যায় পরিবারের দুর্গাপুজো

পরিবারের নতুন ও পুরনো প্রজন্মের মানুষরা মিলেমিশে পুজো সামলান

নানারকম মাছের পদ মা-কে নিবেদন করা হয়, সঙ্গে অন্যান্য পদও

চোরবাগানের চট্টোপাধ্যায় পরিবারের পুজোয় সপ্তমী থেকে দশমী

এই বাড়িতে কানন দেবীর মতো মানুষ এসেছেন যাত্রা দেখতে।

বসত শাস্ত্রীয় গানের আসর।

চোরবাগানের চট্টোপাধ্যায় পরিবারের দুর্গাপুজো

পুজোর কয়েকটা দিন চেহারা বদলে যায় বাড়িটার।

Thanks for Reading. UP NEXT

ভিটামিন সি-র উপকারিতা ও উৎস

View next story