ইংলন্ডের বর্নমাউথে যত্নে রাখা দেবীপ্রতিমা। হাতে হাতে পুজোর যাবতীয় আয়োজন। তিথি-নক্ষত্র মেনে, সমস্ত উপাচার- সাজিয়ে পুজো সপ্তমীতে হয়েছে নবপত্রিকা স্নান। পৌরহিত্যের দায়িত্ব সামলেছেন লন্ডননিবাসী প্রলয় মুখার্জি। নাচে-গানে হুল্লোড়ে মাতোয়ারা প্রবাসীরা। দেদার আড্ডা আর মজায় ব্যস্ত আয়োজকরা। ভোগ ছাড়া দুর্গাপুজো অসম্পূর্ণ। মাইক হাতে গানে গানে মেতেছে মঞ্চ। দিনভর পুজো দেখতেও মুখিয়ে ছিলেন প্রবাসীদের অনেকে।