মুখে পরিবেশ রক্ষার কথা বলি আমরা সকলেই
কিন্তু রোজকার জীবনে তার কোনও প্রভাব নেই
প্লাস্টিক, ক্ষতিকর সামগ্রীই ব্যবহার করে চলেছি
আর তাতেই গ্রামেগঞ্জে নিঃশেষ হয়ে যাচ্ছে বাঁশবাগান
১৮ সেপ্টেম্বর বিশ্ব বাঁশ দিবস, সবুজ বাঁচাতে ব্রতী হন
বাঁশের তৈরি হস্তশিল্প, আসবাব কেনায় জোর দিন
কম খরচে টেকসই এবং পরিবেশবান্ধব জিনিস কিনুন
খাবারেও বাঁশের অঙ্কুর ব্যবহারে স্বাদ বাড়ে
বাঁশ সবচেয়ে দ্রুত বর্ধমান উদ্ভিদ পৃথিবীতে
সার, রাসায়নিক, কীটনাশক কিছু লাগে না চাষ করতে
নদীর ভাঙন রুখতে, নির্মাণেও সমান উপযোগী