গোটা বাংলাজুড়ে উৎসবের মেজাজ। রাত পোহালেই মহাষষ্ঠী, মা দুর্গার অকালবোধন।

পুজোর আগে পুরোদমে প্রস্তুত মানিকতলা চালতাবাগান লোহাপট্টি দুর্গাপুজো কমিটিও।

এবার চালতাবাগানের পুজোর থিম 'স্থাপত্যের আদি রূপ'।

চোল সাম্রাজ্য, অসাধারণ শিল্প ও নির্মাণ কৌশল নিয়েই এই বছর চালতাবাগানের পুজোর ভাবনা।

উদ্যোক্তাদের কথায়, 'এই স্থাপত্যের নির্মাণের সঠিক কাল ও সময় আমাদের জানা নেই। শুধু অনুভব করতে পারি। যে যুগে আধুনিক যন্ত্রপাতি ছিল না।'

'তা সত্ত্বেও সেই সময়ের মানুষ, তখনকার প্রযুক্তি কীভাবে কাজে লাগিয়ে এই স্থাপত্য শিল্প সৃষ্টির রূপ দিয়েছে তাই এই বছর আমরা আমাদের পুজোয় তুলে ধরেছি।'

পুজোর উদ্বোধনে হাজির হয়েছিলেন একাধিক রাজনীতিক। ছিলেন শত্রুঘ্ন সিন্হা।