বাজি পোড়ালে সবার আগে চোখ-মুখের যত্ন নিন।
নারকেল তেলের সাহায্য নিতে পারেন।
বাজি পোড়ানোর সময় হাত মুখের থেকে দূরে রাখুন।
বাজি পোড়ানোর সময়ে পারলে চুল ঢেকে নিন।
শ্বাসকষ্ট থাকলে মুখে কাপড় দিয়ে নিন।
চোখে বাজির ফুলকা গেলে, চিকিৎসকের পরামর্শ নিন।
বাজির কোয়ালিটি দেখে কিনুন।
বার্ণল কাছে রাখুন।