ডুরান্ড কাপের ফাইনাল মুখোমুখি দুই চিরপ্রতিদ্বন্দ্বী



কলকাতা ডার্বির মাধ্যমে নির্ধারিত হবে ১৩২তম ডুরান্ড কাপের চ্যাম্পিয়ন



ইস্টবেঙ্গল, মোহনবাগান সুপার জায়ান্ট, দুই দলের সামনেই ১৭তম ডুরান্ড খেতাব জয়ের হাতছানি



ইস্টবেঙ্গল কাছে অপরাজিতভাবে খেতাব জয়ের সুযোগ



আশা না থাকলেও ফাইনালে পৌঁছতে পেরে গর্বিত কার্লেস কুয়াদ্রাত



অল্প ব্যবধানে শেষ চার ম্যাচ জিতেছে, পর্যবেক্ষণ লাল হলুদ কোচের



সবুজ মেরুন কোচ হুয়ান ফেরান্দোর কাছে ডুরান্ড কাপ প্রাক মরশুম প্রস্তুতি



গ্রপ পর্বে ডার্বিতে হার ফাইনালে কোনও প্রভাব ফেলবে না মত, ফেরান্দোর



গত ডার্বির সময়, তাঁদের লক্ষ্য ভিন্ন ছিল, যা পরাজয়ের অন্যতম কারণ, দাবি ফেরান্দোর



তবে ঠাসা সূচি নিয়ে ক্ষোভ প্রকাশ করলেও, ট্রফি দিয়ে মরশুম শুরু করতে আগ্রহী তিনি