নর্থ ইস্টের বিরুদ্ধে প্রথম জয়ের লক্ষ্যে মাঠে নেমেছিল ইস্টবেঙ্গল ম্যাচের শুরুটা দুই দলই ছন্নছাড়াভাবে করে তবে ১১ মিনিটে ক্লেইটন লাল হলুদকে এগিয়ে দেন ৪৫ মিনিটে ডার্বিশায়ার নর্থ ইস্টের হয়ে বড় সুযোগ নষ্ট করেন দ্বিতীয়ার্ধের শুরুটাও লাল হলুদই বেশি ভাল করে সুহেরের পাস থেকে কিরিয়াকু দলের ব্যবধাণ দ্বিগুণ করেন জর্ডন ও'ডোহার্টির পা থেকে আসে লাল হলুদের তৃতীয় গোল ডার্বিশায়ার নর্থ ইস্টের হয়ে ১ গোল শোধ দেন বটে তবে ৩-১ গোলে ম্যাচ জেতেন ইস্টবেঙ্গলই ডার্বির আগে এই জয় লাল হলুদ কোচের মুখে হাসি ফোটাতে বাধ্য