বৃহস্পতিবার, ২০ অক্টোবর বীরেন্দ্র সহবাগের জন্মদিন। ৪৪ বছর পূর্ণ করলেন ভারতীয় দলের প্রাক্তন এই ক্রিকেটার

বিধ্বংসী ব্যাটিং, সঙ্গে দিলখুশ মেজাজ। তাঁকে বলা হয় নজফগড়ের নবাব। পাকিস্তান সফরে গিয়ে মুলতানে বিধ্বংসী ইনিংস খেলার পর মুলতান কা সুলতানও বলা হয়

সহবাগের বয়স তখন মাত্র ৭ মাস। একটি খেলনা ব্যাট উপহার পান। শোনা যায়, সেই থেকেই ক্রিকেটের প্রতি ভালবাসা

১২ বছর বয়সে বিপত্তি। ক্রিকেট খেলতে গিয়ে দাঁত ভাঙলেন। বাবা ক্রিকেট খেলা বন্ধ করে দিয়েছিলেন। মায়ের কথায় ফের খেলা শুরু হয়

চেহারায় হোক বা স্ট্রোক নেওয়ার ধরনে, সচিন তেন্ডুলকরের সঙ্গে ভীষণ মিল। যে কারণে অনেকে তাঁকে সচিনের ক্লোন বলতেন

নিজের দ্বিতীয় টেস্ট ম্যাচ খেলতে নেমেই আম্পায়ারের সঙ্গে তর্কাতর্কিতে জড়ান, সহবাগ-সহ মোট ৬ ভারতীয় ক্রিকেটারকে নির্বাসিত করেন ম্যাচ রেফারি

মুলতানে পাকিস্তানের বিরুদ্ধে টেস্টে ৩১৯ রান করেন সহবাগ। টেস্টে ভারতীয়দের মধ্যে প্রথম ট্রিপল সেঞ্চুরি। তাঁর নাম হয়ে যায় মুলতান কা সুলতান

ব্যাট করার ফাঁকে গান করতেন, পাকিস্তানের ক্রিকেটারেরা ম্যাচ চলাকালীন তাঁকে গান শোনানোর অনুরোধও করতেন

১০৪ টেস্টে ৮৫৮৬ রান। ২৩টি সেঞ্চুরি। ২৫১ ওয়ান ডে-তে ৮২৭৩ রান। ১৫টি সেঞ্চুরি

১৯টি টি-টোয়েন্টিতে ৩৯৪ রান রয়েছে বীরুর সাফল্যের ঝুলিতে