চকোলেট প্রায় সবারই পছন্দ
সহজেই বাড়িতে বানিয়ে ফেলা যায় চকোলেট।
বাড়িতে বানানো চকোলেট অনেক দিন পর্যন্ত রাখা যাবে।
কোকো পাউডার, মাখন, চিনি, ভ্যানিলা এসেন্স
উপকরণগুলি একসঙ্গে মেশাতে হবে
কোকো পাউডার, মাখনের পেস্ট গরম করতে হবে।
গরম হলে ফের ভাল করে মেশাতে হবে।
ভ্যানিলা এসেন্স, চিনি, ময়দা, দুধ দিতে ফের ভাল করে মেশাতে হবে।
চকোলেটের ট্রে-তে মিশ্রণ ঢেলে ফ্রিজে রাখতে।
মিশ্রণ শক্ত হয়ে গেলে চকোলেট তৈরি