একদা তাঁর প্রাক্তন ক্লাব সতীর্থ জন ওবি মিকেল তাঁকে অলসতম ফুটবলার বলেছিলেন



কিন্তু ম্যাচ ডেতে এডেন অ্যাজারের মতো জ্বলে উঠার ক্ষমতা তাঁকে অনন্য করে তোলে



সেই অ্যাজারই ৩২ বছর বয়সে পেশাদার খেলোয়াড় হিসাবে অবসর নিলেন



সিংহভাগ দলের হয়ে ১০ নম্বর জার্সিতে খেলা দশম মাসের দশম দিনটিকেই অবসরের জন্য বাছলেন



দেশের হয়ে বড় ট্রফি না জিতলেও, ক্লাব স্তরে প্রচুর সাফল্য পেয়েছেন অ্যাজার



মতান্তরে জীবনের সেরা সময়ে চেলসির হয়ে ৩৫২টি ম্যাচে ১১০টি গোল করেছেন ও ৯২টি অ্যাসিস্ট দিয়েছেন তিনি



চেলসির হয়ে জিতেছেন, দুইটি প্রিমিয়ার লিগ, ইউরোপা লিগ, একটি করে এফএ কাপ, লিগ কাপ



প্রিমিয়ার লিগ, এফএ কাপ, ইউরোপা লিগ, চ্যাম্পিয়ন্স লিগে ব্লুজ়দের হয়ে সর্বোচ্চ অ্যাসিস্ট দিয়েছেন তিনি



প্রথম চেলসি ফুটবলার হিসাবে তিনি ফুটবল রাইটার্স অ্যাসোসিয়েশনের বিচারে মরশুম সেরা হন তিনি



বেলজিয়ামের হয়ে অ্যাজারই সর্বকালের সর্বাধিক ৪০টি গোলের অ্যাসিস্ট দিয়েছেন