৩৬ বছরের অভিশাপ কাটল ভারতীয় ক্রিকেট দলের



১৯৮৭ বিশ্বকাপে চেন্নাইয়ে অস্ট্রেলিয়ার কাছে জেতা ম্যাচ হেরে বসেছিল ভারত



কপিল দেবের দল অ্যালান বর্ডারের অস্ট্রেলিয়ার কাছে মাত্র ১ রানে হেরেছিল



সেই যন্ত্রণা লাঘব হল রবিবার, ২০২৩ সালে, ৩৬ বছর পর



অস্ট্রেলিয়াকে ৫২ বল বাকি থাকতে ৬ উইকেটে হারাল ভারত



প্রথমে ব্যাট করে অস্ট্রেলিয়া ১৯৯ রানে অল আউট হয়ে যায়



জবাবে ৪১.২ ওভারে ৪ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় ভারত



১৯৮৭ সালের সেই পরাজয়ের আক্ষেপ কিছুটা হলেও ঘুচল



বিশ্বকাপে চেন্নাইয়ে এটাই অস্ট্রেলিয়ার প্রথম পরাজয়



এর আগে চিপকে বিশ্বকাপে তিন ম্যাচ খেলে তিনবারই জিতেছিলেন অজ়িরা (ছবি - PTI)