দুশ্চিন্তা ঘিরে ধরছে ? প্রেমানন্দজীর এই কথায় দিশা পাবেন

Published by: ABP Ananda
Image Source: ABP News

প্রেমানন্দ মহারাজের বাণী জীবনে নানা সমস্যা থেকে আমাদের মন শান্ত রাখে।

Image Source: ABP News

শূন্য মস্তিষ্কেই দুশ্চিন্তা ঘিরে ধরে, অযথা ভবিষ্যৎ চিন্তা করে ভয় পাই আমরা।

Image Source: ABP News

যা ঘটে গেছে তাঁকে নিয়ে চিন্তা করে কাজ নেই, যা হবে তা নিয়ে বেশি ভাবাও অনুচিত।

Image Source: ABP News

প্রেমানন্দজী বলেন, ঈশ্বর জানেন কী ঘটবে আগে, এই ভাবনা তার উপরেই ছেড়ে দেওয়া ভাল।

Image Source: ABP News

বর্তমান সময়টাকেই ভালভাবে উপভোগ করা দরকার আমাদের।

Image Source: ABP News

তিনি বলেন, আগামীর কথা ভেবে আজকের দিন নষ্ট করা অর্থহীন।

Image Source: ABP News

বেশি অবসরে থাকলে হবে না, কাজে নিজেকে ব্যস্ত রাখতে হবে।

Image Source: ABP News

আর ফাঁকা থাকলে ঈশ্বরের নাম জপ করতে বলেন প্রেমানন্দ মহারাজ।

বর্তমানের পরিশ্রমই আপনার ভবিষ্যৎ গড়ে দেবে।

Image Source: ABP News