ডিম কারা খেতে পারেন?

যাঁদের ডিমে অ্যালার্জি, তাঁরা ছাড়া সকলেই ডিম খেতে পারেন অনায়াসে

কোন ডিমে পুষ্টি বেশি?

লাল, সাদা ডিমে প্রোটিন বা পুষ্টিগুণের তেমন ফারাক নেই

অ্যালার্জি না থাকলে অবশ্যই

বাচ্চারা রোজ ডিম খেতে পারে?

কাঁচা ডিম খান স্বাস্থ্যের জন্য?

পুষ্টিবিদদের মতে, কাঁচা ডিম খাওয়া একেবারেই নিরাপদ নয়

কীভাবে ডিম খেলে উপকার বেশি?

সেদ্ধ করে কিংবা হাল্কা তেলে অল্প ভেজে

রান্না না করা হলে

ডিম খাওয়ার উপকার নয়, অপকার বেশি

ফ্রিজে না রাখলে

সিদ্ধ করার অন্তত ঘণ্টা দুয়েকের মধ্যে ডিম খেয়ে ফেলুন

ডিম রাখার নিয়ম

খোসা ছাড়ানো সিদ্ধ করা ডিম ফ্রিজে রাখবেন না।

সিদ্ধ করা ডিম ফ্রিজে ৩-৪ দিন ভাল থাকে

ডিম রাখার নিয়ম

আপনি রোজ কটা ডিম খাবেন?

অবশ্যই রোজ খান, কটা খাবেন চিকিৎসককে জিগ্যেস করুন