চায়ের দোকানে ঢুকে

চায়ের দোকানে ঢুকে আগেও চা বানিয়েছেন তিনি

ABP Ananda
বুধবার আবারও একই ভূমিকায়

বুধবার আবারও একই ভূমিকায় দেখা গেল তাঁকে

ABP Ananda
চালসায় জনসংযোগে বেরিয়েছেন

চালসায় জনসংযোগে বেরিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

ABP Ananda
তার মাঝেই সময় করে ঢুকে

তার মাঝেই সময় করে ঢুকে পড়লেন রাস্তার পাশের চায়ের দোকানে

ABP Ananda

দোকানের মালিকের সঙ্গে কথা বললেন, তার পর হাত লাগালেন হেঁশেলেও

ABP Ananda

জল, দুধ ফুটিয়ে পরিমাপ মতো চা, চিনি ঢেলে দিলেন

ABP Ananda

চা হয়ে যাওয়ার পর কেটলি থেকে কাপে চা ঢাললেনও নিজে

ABP Ananda

এর পর উপস্থিত সকলের হাতে চায়ের কাপ তুলে দিলেন থালায় সাজিয়ে

ABP Ananda

শুধু চা-ই বানালেন না মমতা, এদিন কচিকাঁচাদের সঙ্গেও গল্পগুজব করলেন

ABP Ananda

জলপাইগুড়ির চা বাগানেও যান, কথা বলেন চা শ্রমিকদের সঙ্গে

ABP Ananda