চায়ের দোকানে ঢুকে আগেও চা বানিয়েছেন তিনি বুধবার আবারও একই ভূমিকায় দেখা গেল তাঁকে চালসায় জনসংযোগে বেরিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার মাঝেই সময় করে ঢুকে পড়লেন রাস্তার পাশের চায়ের দোকানে দোকানের মালিকের সঙ্গে কথা বললেন, তার পর হাত লাগালেন হেঁশেলেও জল, দুধ ফুটিয়ে পরিমাপ মতো চা, চিনি ঢেলে দিলেন চা হয়ে যাওয়ার পর কেটলি থেকে কাপে চা ঢাললেনও নিজে এর পর উপস্থিত সকলের হাতে চায়ের কাপ তুলে দিলেন থালায় সাজিয়ে শুধু চা-ই বানালেন না মমতা, এদিন কচিকাঁচাদের সঙ্গেও গল্পগুজব করলেন জলপাইগুড়ির চা বাগানেও যান, কথা বলেন চা শ্রমিকদের সঙ্গে