দেশের পেনশন তহবিলের চাপ কমাতে নতুন পরমার্শ দিল এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড ওর্গানাইজেশন (EPFO)।

আগামী দিনে বেসরকারি ক্ষেত্রে অবসর গ্রহণের বয়স বৃদ্ধির কথা বলেছে কর্মচারী সংগঠন। সম্প্রতি দেশের একটি সংবাদপত্রে প্রকাশিত হয়েছে এই খবর।

দেশের কোটি কোটি মানুষের বেতনের একটি অংশ কর্মচারী ভবিষ্য তহবিল সংগঠনে (EPFO)জমা পড়ে।

পরবর্তীকালে কর্মচারীদের অবসরের সময় হলে, তাঁরা অবসর তহবিল ও পেনশন তহবিলের মতো অনেক সুবিধা পান।

বর্তমানে কর্মীদের এই অবসরকালীন অর্থ দেওয়ার বিষয়ে চাপ বেড়েছে কর্মচারী সংগঠনের ওপর।তাদের মতে, সময়ের সঙ্গে সঙ্গে বাড়ছে কর্মীর সংখ্যা।

যে কারণে দেশে প্রবীণ নাগরিকের সংখ্যাও বাড়ছে। এর জেরে ইপিএফও ফান্ডের ওপর চাপ বাড়ছে।

EPFO নিয়ে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, কর্মচারীর সংখ্যা বৃদ্ধির কারণে চাপ কমাতে বেসরকারি খাতের কর্মীদের অবসরের বয়স বাড়ানো উচিত।

সংগঠনের এক রিপোর্ট বলছে, ২০৪৭ সালের পর দেশে ৬০ বছরের বেশি মানুষের সংখ্যা ১৪ কোটির বেশি হবে।

সেই সময় এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশনের ওপর চাপ অনেকটাই বাড়বে। এমন পরিস্থিতিতে অবসরের বয়স বাড়িয়ে এই চাপ কমানো যেতে পারে।

অবসরের বয়স বৃদ্ধির সঙ্গে সঙ্গে কর্মীরা দীর্ঘ সময় ধরে চাকরি করার সুযোগ পাবেন। এর ফলে জনগণ আরও বেশি পরিমাণ টাকা ও ভাল পেনশনের সুবিধাও পাবে।