ট্রেনে সফর করার মাঝেই হোয়াটসঅ্যাপের মাধ্যমে অনলাইনে খাবার অর্ডার দিতে পারবেন যাত্রীরা। যাত্রীদের জন্য এই নতুন সুবিধা এনেছে ভারতীয় রেল তথা আইআরসিটিসি। জানা গিয়েছে, হোয়াটসঅ্যাপের চ্যাটবটের মাধ্যমে অনলাইনে খাবার অর্ডার করতে পারবেন যাত্রীরা। Zoop- এর হোয়াটসঅ্যাপ সার্ভিসের মাধ্যমে যাত্রীরা আসন্ন কোনও স্টেশনে খাবার অর্ডার করতে পারবেন। এর পাশাপাশি যাত্রীদের জন্য থাকতে চলেছে রিয়েল টাইম মিল ট্র্যাকিং ফিচার। Zoop WhatsApp চ্যাটবট নম্বর +91 7042062070 সেভ করে নিন আপনার ফোনে। এবার যাত্রীদের ১০ ডিজিটের PNR নম্বর দিতে হবে। এর মাধ্যমেই খাবার অর্ডার দেওয়া যাবে। হোয়াটসঅ্যাপ চ্যাটবটেই অর্ডার সংক্রান্ত সমস্ত তথ্য এবং পেমেন্ট মোড জানতে পারবেন যাত্রীরা। নির্দিষ্ট স্টেশনে ট্রেন পৌঁছে গেলে Zoop যাত্রীদের খাবার পৌঁছে দেবে। পেমেন্ট হওয়ার পর ডেলিভারির আগে পর্যন্ত অর্ডার ট্র্যাক করতে পারবেন যাত্রীরা।