দাম্পত্যে টানাপোড়েন চলছে
বলে কম শোরগোল ছিল না


এতদিন সেই নিয়ে মুখ না খুললেও
Cannes থেকে বার্তা ঐশ্বর্যা রাই বচ্চনের?


বরাবরের মতো রেড কার্পেটে
সকলকে ছাপিয়ে গেলেন নায়িকা


Cannes চলচ্চিত্র উৎসবে
ভারতীয় সাজে নজর কাড়লেন নায়িকা


আইভরি রংয়ের বেনারসি শাড়িটি
মণীশ মালহোত্রর তৈরি


সঙ্গে সোনার উপর হিরে ও
চুনি বসানো গয়না পরেছিলেন


তবে সব ছাপিয়ে নজর
কাড়ল সিঁথিভর্তি লাল সিঁদুর


মুখে কিছু না বলেও কি তাহলে
সব জল্পনায় জল ঢাললেন নায়িকা?


জোর গুঞ্জন মায়ানগরীতে,
অনুরাগীরা যদিও বেজায় খুশি


Cannes-এ ঐশ্বর্যার রাজকীয় উপস্থিতি
মন জয় করেছে সকলের