ফের বড় পর্দায় মুক্তি পাচ্ছে রেখা অভিনীত অন্যতম জনপ্রিয় ছবি 'উমরাও জান'।



আর সেই ছবির প্রিমিয়ারে এসে সকলকে তাক লাগিয়ে দিলেন আলিয়া ভট্ট!



একটি গোলাপি শাড়ি পরেছিলেন আলিয়া। কিন্তু তাতে এমন কি বিশেষত্ব ছিল যে সব ক্যামেরা ঘুরে গেল আলিয়ার দিকে?



আলিয়া আসলে রেখার আরও একটি জনপ্রিয় ছবি 'সিলসিলা'-র লুক-এর মতো করে সেজেছিলেন।



'সিলসিলা' ছবিতে একেবারে একই রকম পোশাকে দেখা গিয়েছিল রেখাকে। হাতে ছিল গোলাপ



একেবারে রেখা-র পোশাক অনুকরণ করে শাড়ি ও ব্লাউজ পরেছিলেন আলিয়া। চুল রেখেছিলেন খোলা



রেখাকে বিশেষ সম্মান দেওয়ার জন্যই আলিয়া এই পোশাক বেছে নিয়েছিলেন।



রেখাও খুশি হয়েছেন আলিয়ার এই পোশাকে। তাঁকে জড়িয়ে ধরে আদর করেন তিনি।



আলিয়া সম্প্রতি কান ফিল্ম ফেস্টিভ্যালে গিয়ে তাক লাগিয়েছেন বিভিন্ন স্টাইল স্টেটমেন্টে



আলিয়ার গোলাপি শাড়ির ছবি এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।