সোনম কপূর ও আনন্দ আহুজা থাকেন ১৭৩ কোটির একটি বিলাসবহুল বাংলোয়।
দিল্লিতে সোনম আর আনন্দের বাড়ির বিভিন্ন ঝলক হামেশাই সোশ্যাল মিডিয়ায় প্রকাশ্যে আসে।
সোনম এখন খুব বেছে কাজ করেন। অধিকাংশ সময়ই দিল্লির বাংলোয় ছেলে বায়ু ও আনন্দের সঙ্গে সময় কাটান তিনি।
সোনম ও আনন্দের এই বাড়িটি দিল্লির সবচেয়ে অভিজাত এলাকাগুলির মধ্যে একটি, পৃথ্বীরাজ রোডে অবস্থিত।
সোনম আর আনন্দের বাংলোটি যেমন খোলামেলা, তেমনই বিলাসবহুল। বাংলোর মধ্যে রয়েছে প্রচুর গাছ।
গোটা বাংলো জুড়ে সাজানো রয়েছে বিভিন্ন দামি দামি ঝাড়বাতি
সোনম আর আনন্দের বাড়িতে একটি রাজকীয় ডাইনিং টেবিলও রয়েছে।
সোনম আর আনন্দের বাড়ির অধিকাংশ অংশ হাতির দাঁতের মতো সাদা রঙের থিমে সাজানো।
বাংলোটি কেবল বিলাসবহুল নয়, এখানে রয়েছে স্যুইমিং পুল সহ একাধিক সুযোগ সুবিধা
সোনম আনন্দের বাংলোর বিশেষত্ব হল, এই বাংলোর অধিকাংশ অংশই বেশ খোলামেলা।