সোনম কপূর ও আনন্দ আহুজা থাকেন ১৭৩ কোটির একটি বিলাসবহুল বাংলোয়।

Published by: ABP Ananda
Image Source: Insta/sonamkapoor

দিল্লিতে সোনম আর আনন্দের বাড়ির বিভিন্ন ঝলক হামেশাই সোশ্যাল মিডিয়ায় প্রকাশ্যে আসে।

Image Source: Insta/sonamkapoor

সোনম এখন খুব বেছে কাজ করেন। অধিকাংশ সময়ই দিল্লির বাংলোয় ছেলে বায়ু ও আনন্দের সঙ্গে সময় কাটান তিনি।

Image Source: Insta/sonamkapoor

সোনম ও আনন্দের এই বাড়িটি দিল্লির সবচেয়ে অভিজাত এলাকাগুলির মধ্যে একটি, পৃথ্বীরাজ রোডে অবস্থিত।

Image Source: Insta/sonamkapoor

সোনম আর আনন্দের বাংলোটি যেমন খোলামেলা, তেমনই বিলাসবহুল। বাংলোর মধ্যে রয়েছে প্রচুর গাছ।

Image Source: Insta/sonamkapoor

গোটা বাংলো জুড়ে সাজানো রয়েছে বিভিন্ন দামি দামি ঝাড়বাতি

Image Source: Insta/sonamkapoor

সোনম আর আনন্দের বাড়িতে একটি রাজকীয় ডাইনিং টেবিলও রয়েছে।

Image Source: Insta/sonamkapoor

সোনম আর আনন্দের বাড়ির অধিকাংশ অংশ হাতির দাঁতের মতো সাদা রঙের থিমে সাজানো।

Image Source: Insta/sonamkapoor

বাংলোটি কেবল বিলাসবহুল নয়, এখানে রয়েছে স্যুইমিং পুল সহ একাধিক সুযোগ সুবিধা

Image Source: Insta/sonamkapoor

সোনম আনন্দের বাংলোর বিশেষত্ব হল, এই বাংলোর অধিকাংশ অংশই বেশ খোলামেলা।

Image Source: Insta/sonamkapoor