টানা কয়েক মাস। সোশ্যাল মিডিয়াজুড়ে টানা রাজত্ব করেছে ধনকুবের মুকেশ আম্বানির ছোট ছেলে অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্টের বিয়ের খবর। প্রাক বিবাহ অনুষ্ঠান সম্পর্কিত পোস্টের ক্ষেত্রে ফেসবুক, ইনস্টাগ্রাম, এক্স মিলিয়ে মোট ১৪০.৫ মিলিয়ন পোস্ট, মোট ভিউজ ৩৫৪.৪ মিলিয়ন। বিয়ের অনুষ্ঠানের পোস্টের ক্ষেত্রে ফেসবুক, ইনস্টাগ্রাম, এক্স মিলিয়ে মোট ১২৮ মিলিয়ন পোস্ট, মোট ভিউজ ২৪০.৯ মিলিয়ন। #AmbaniWedding, #AnantRadhikaWedding, #ARWeddingCelebrations হ্যাশট্যাগগুলি যথাক্রমে ৯৭.৩ মিলিয়ন, ৮৭.৩ মিলিয়ন, ৩২.৪ মিলিয়ন engagement এনেছে। যে সকল আন্তর্জাতিক মানের ব্র্যান্ড এই বিলাসবহুল উদযাপনে আলাদা ছাপ রেখেছে, তা হল Audemars Piguet, Versace, Lorraine Schwarts. প্রাক বিবাহ ও বিয়ের অনুষ্ঠানের সময় সোশ্যাল মিডিয়ায় সবচেয়ে বেশি engagement পাওয়া হ্যান্ডল Instant Bollywood, Viral Bhayani, Voompla. বিয়ের খবরে ইনস্টাগ্রামে সবচেয়ে ভাল পারফর্ম করেছে Trolls Official পেজের একটি পোস্ট। ফেসবুকে অনন্ত-রাধিকার বিয়ে সংক্রান্ত সবচেয়ে ভাল পারফর্ম করা পোস্ট Gujarat Tak-এর। ট্যুইটার বা অধুনা এক্সে বিয়েবাড়ি সংক্রান্ত সবচেয়ে ভাল পারফর্ম করা পোস্টটি অভিনেতা জন সিনার প্রোফাইল থেকে করা শাহরুখের সঙ্গে ছবি। দীর্ঘ আচার অনুষ্ঠান ও উদযাপনের মাধ্যমে চলতি মাসের ১২ তারিখ বিয়ে সারেন অনন্ত-রাধিকা।