টানা কয়েক মাস। সোশ্যাল মিডিয়াজুড়ে টানা রাজত্ব করেছে ধনকুবের মুকেশ আম্বানির ছোট ছেলে অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্টের বিয়ের খবর।

Published by: ABP Ananda

প্রাক বিবাহ অনুষ্ঠান সম্পর্কিত পোস্টের ক্ষেত্রে ফেসবুক, ইনস্টাগ্রাম, এক্স মিলিয়ে মোট ১৪০.৫ মিলিয়ন পোস্ট, মোট ভিউজ ৩৫৪.৪ মিলিয়ন।

Published by: ABP Ananda

বিয়ের অনুষ্ঠানের পোস্টের ক্ষেত্রে ফেসবুক, ইনস্টাগ্রাম, এক্স মিলিয়ে মোট ১২৮ মিলিয়ন পোস্ট, মোট ভিউজ ২৪০.৯ মিলিয়ন।

Published by: ABP Ananda

#AmbaniWedding, #AnantRadhikaWedding, #ARWeddingCelebrations হ্যাশট্যাগগুলি যথাক্রমে ৯৭.৩ মিলিয়ন, ৮৭.৩ মিলিয়ন, ৩২.৪ মিলিয়ন engagement এনেছে।

Published by: ABP Ananda

যে সকল আন্তর্জাতিক মানের ব্র্যান্ড এই বিলাসবহুল উদযাপনে আলাদা ছাপ রেখেছে, তা হল Audemars Piguet, Versace, Lorraine Schwarts.

Published by: ABP Ananda

প্রাক বিবাহ ও বিয়ের অনুষ্ঠানের সময় সোশ্যাল মিডিয়ায় সবচেয়ে বেশি engagement পাওয়া হ্যান্ডল Instant Bollywood, Viral Bhayani, Voompla.

Published by: ABP Ananda

বিয়ের খবরে ইনস্টাগ্রামে সবচেয়ে ভাল পারফর্ম করেছে Trolls Official পেজের একটি পোস্ট।

Published by: ABP Ananda

ফেসবুকে অনন্ত-রাধিকার বিয়ে সংক্রান্ত সবচেয়ে ভাল পারফর্ম করা পোস্ট Gujarat Tak-এর।

Published by: ABP Ananda

ট্যুইটার বা অধুনা এক্সে বিয়েবাড়ি সংক্রান্ত সবচেয়ে ভাল পারফর্ম করা পোস্টটি অভিনেতা জন সিনার প্রোফাইল থেকে করা শাহরুখের সঙ্গে ছবি।

Published by: ABP Ananda

দীর্ঘ আচার অনুষ্ঠান ও উদযাপনের মাধ্যমে চলতি মাসের ১২ তারিখ বিয়ে সারেন অনন্ত-রাধিকা।

Published by: ABP Ananda