আজ ভূমি পেডনেকরের জন্মদিন। জেনে নিন ভূমিকে নিয়ে অজানা সব গল্প।



অভিনয়ে আসার আগে, সহকারী পরিচালকের ভূমিকায় যশরাজ ফিল্মসে কাজ করতেন ভূমি।



প্রথম ছবি 'দম লাগাকে হাইসা' -র জন্য আড়াই মাস ধরে অডিশন দিয়েছিলেন ভূমি পেডনেকর।



প্রথম ছবি 'দম লাগাকে হাইসা'-র জন্য ২০ কেজি ওজন বাড়িয়েছিলেন ভূমি পেডনেকর।



নিজের প্রথম ছবি, নিজেই টিকিট কেটে হলে গিয়ে ৪৫ বার দেখেছিলেন ভূমি পেডনেকর!



প্রথম উপার্জনের সমস্ত টাকা বোনের পড়াশোনার জন্য দিয়ে দেন ভূমি পেডনেকর।



ভূমি পেডনেকর শাহরুখ খানের খুব বড় অনুরাগী, একাধিকবার নিজের সাক্ষাৎকারে একথা বলেছেন ভূমি।



ভূমি সাজতে ভীষণ ভালবাসেন, বিশেষ করে মেকআপ করতে খুবই পছন্দ করেন ভূমি।



বিভিন্ন সমাজসেবার কাজে নিজেকে যুক্ত রাখেন ভূমি পেডনেকর।



শারিরীক বিভিন্ন সচেতনতা প্রচারও করে থাকেন ভূমি পেডনেকর।