কাঁধ খোলা কালো বাঁধনি পোশাক, ঢেউ খেলানো চুলে ব়্যাম্পে তাক লাগালেন জাহ্নবী কপূর।



অভিনেত্রীর চেহারার সঙ্গে যেন মিশে গিয়েছে বডি হাগিং এই পোশাক, তাই নিয়ে ব়্যাম্পে লাস্যময়ী জাহ্নবী।



তিনি একটি আপাদমস্তক ঢাকা কালো কোট পরে ব়্যাম্পে আসেন এবং এসেই সেই কোট খুলে দেন।



মঞ্চে থিম মেলে ছবি শিকারীর ভূমিকায় জাহ্নবীর পিছনে ছিলেন পুরুষ মডেলরা।



তবে জাহ্নবীর হাঁটার ধরনের জন্য তিনি কটাক্ষের শিকার হয়েছেন



অনেকে বলেছেন, 'অভিনেত্রীর কি খুব ট্রেন ধরার তাড়া যে তিনি এত জোরে হাঁটছেন?'



অনেকে বলেছেন, 'নামিদামি মডেলদের পিছনে ফেলে আগে হাঁটছেন জাহ্নবী, এটাই তো নেপোটিজম'



তবে জাহ্নবীর অনেক অনুরাগীর মতে, তাঁর ব্যক্তিত্বের সঙ্গে এই চলন বেশ মানানসই