বারে বারেই প্রেমের সম্পর্কে জড়িয়েছেন তিনি, কিন্তু স্থায়ী হয়নি কোনও প্রেমই।



একমাত্র মেয়েকে ঘিরেই এখন তাঁর জীবন, তবে মেয়ের সঙ্গে ঠিক কেমন সম্পর্ক স্বস্তিকা মুখোপাধ্যায়?



সদ্য দেওয়া একটি সাক্ষাৎকারে স্বস্তিকা মুখোপাধ্যায় বলেছেন, একসময় জিৎ-এর সঙ্গে সম্পর্কে ছিলেন তিনি।



দীর্ঘ ৬ বছরের সম্পর্ক ছিল জিতের সঙ্গে, তবে স্বস্তিকার সঙ্গে জিতের সেই সম্পর্ক ভেঙে যায়



এতে নাকি স্বস্তিকার থেকেও আঘাত পেয়েছিলেন তাঁর মেয়ে অন্বেষা।



জিৎ-এর সঙ্গে খুব ভাল সম্পর্ক ছিল স্বস্তিকা কন্যার। সেই কারণেই তিনি এই বিচ্ছেদ মেনে নিতে পারেননি।



এমনকি এখনও জিৎ-এর সঙ্গে সম্পর্কে বিচ্ছেদের জন্য স্বস্তিকাকেই দায়ি করেন তাঁর কন্যা।



জিৎ-এর বিয়ের দিন কান্নাকাটি পর্যন্ত করেছিলেন স্বস্তিকার বোন ও তাঁর মেয়ে।



স্বস্তিকা আরও জানান, তিনি প্রত্যেকা সম্পর্ক নিয়েই চিরকাল ভাবনাচিন্তা করে এসেছেন। তাঁর প্রত্যেকটা সম্পর্কই গভীর ছিল



জীবনকে ৬ বার সম্পর্কে জড়িয়েছেন স্বস্তিকা, যদিও টেঁকেনি তাঁর কোনও সম্পর্কই।