মুক্তি পেয়েছে 'কালিয়াচক চ্যাপ্টার ১'। রাতুল মুখোপাধ্যায়ের পরিচালনায় তৈরি ছবি নিয়ে তৈরি হয়েছিল বিতর্ক।



বদলানো হয় মুক্তির তারিখ। অবশেষে ২ অগাস্ট সেসব কাটিয়ে প্রেক্ষাগৃহে আসে ছবি।



মুখ্য চরিত্রে অভিনয় করেছেন রূপাঞ্জনা মিত্র। তাঁকে মহিলা পুলিশ অফিসারের চরিত্রে দেখা গিয়েছে ছবিতে।



এছাড়া অভিনয় করেছেন নবাগত অসীম, পার্থসারথী, দেবপ্রসাদ হালদার, দেবপ্রতীম দাশগুপ্ত, প্রতীশ ঘোষ প্রমুখ।



সম্প্রতি 'কালিয়াচক চ্যাপ্টার ১' ছবির গ্র্যান্ড প্রিমিয়ারও হয়ে গেল। উপস্থিত ছিলেন ইন্ডাস্ট্রির একাধিক তারকারা। প্রেক্ষাগৃহেও বেশ ভাল সাড়া পেয়েছে এই ছবি।



যুগের পর যুগ ধরে নারী সম্মানকে ধূলিসাৎ করে কুকীর্তির ঘৃণ্য ব্যবসা করে আসছে কিছু শ্রেণির মানুষ।



তেমনই এক কাল্পনিক কাহিনির প্রেক্ষাপটে মূল চরিত্র আসিক আহমেদ।



পরতে পরতে রোমহর্ষক রহস্যে কাহিনি এগোতেই, আসিক নিজেকে ঝড়ের কেন্দ্রে খুঁজে পায়।



আসিক কি অতীতের মুখোমুখি হতে বাধ্য হয়? সত্যিই কি আইনের চোখে শাস্তি অনিবার্য? জানতে হলে অবশ্যই প্রেক্ষাগৃহে এই ছবি দেখতে হবে।



দর্শকের ভালবাসায় আপ্লুত ছবির গোটা টিম। সর্বশেষ পাওয়া খবর অনুযায়ী, দর্শকের চাহিদায় বাড়ানো হয়েছে শোটাইমও।