রণজয় বিষ্ণুর সঙ্গে প্রেম করছেন শ্যামৌপ্তি মুদলি? সদ্য দিদি নম্বর ওয়ানের মঞ্চে তেমনই ইঙ্গিত দিলেন রচনা বন্দ্যোপাধ্যায় সদ্য দিদি নম্বর ওয়ান-এর মঞ্চে নতুন ধারাবাহিকের প্রচারে এসেছিলেন শ্যামৌপ্তি ও নীল সেখানেই রচনা শ্যামৌপ্তিকে প্রশ্ন করে বসেন, 'কোন গোপনে তোমার মন ভেসেছে' আমরা সবাই জানি' 'কোন গোপনে মন ভেসেছে' ধারাবাহিকের নায়কের ভূমিকায় অভিনয় করেন রণজয় বিষ্ণু রচনা এই কথা বলে যেন শ্যামৌপ্তি আর রণজয়ের প্রেমের ইঙ্গিতই দেন। সেই কথা শুনে হেসে লজ্জায় লাল হয়ে যান শ্যামৌপ্তি। প্রশ্ন এড়িয়ে গিয়ে বলেন 'আমার মন এখন শুধু রাজের দিকে' রাজ নতুন ধারাবাহিকে নীলের অভিনীত চরিত্রের নাম. আসছে নীল-শ্যামৌপ্তির নতুন ধারাবাহিক কোন গোপনে মন ভেসেছে