আগামীকাল জন্মদিন মাধুরী দিক্ষীতের। বর্তমানে সুখী সংসারী হলেও, মাধুরী দিক্ষীত একসময় জড়িয়েছিলেন নানা বিতর্কে।



তখন চুটিয়ে সিনেমা করছেন মাধুরী, মুক্তি পেল, তাঁর গান, 'চোলি কে পিছে কেয়া হ্যায়'



মাধুরীর গান ‘চোলি কে পিছে কেয়া হ্যায়’ অলকা ইয়াগনিক ও ইলা অরুণের কণ্ঠে শোনা গিয়েছিল। সুপারহিট হয়েছিল এই গান।



মাধুরীর এই গানের ৯০ লক্ষের বেশি ক্যাসেট বিক্রি হয়েছিল, গানটির কোরিওগ্রাফি করেছিলেন সরোজ খান



সেই সময়ে অভিযোগ উঠেছিল, এই গানটি অশ্লীল। উঠেছিল এই গানকে বয়কট করার দাবি ও।



'চোলি কে পিছে কেয়া হ্যায়' গান আর নাচে অশ্লীলতা ছড়াচ্ছেন মাধুরী, এটাই ছিল অভিযোগ



মাধুরী দিক্ষীতের সঙ্গে সঞ্জয় দত্তের সম্পর্ক নিয়েও একটা সময়ে ভীষণ চর্চা ছিল।



সেই সময়ে সঞ্জয় দত্ত ছিলেন বিবাহিত, মাধুরীর কপালে জুটেছিল 'ঘর ভাঙানি' তকমা



তবে সঞ্জয় দত্ত গ্রেফতার হওয়ার পরে ভেঙে যায় মাধুরীর সঙ্গে তাঁর সম্পর্ক।



বর্তমানে অবশ্য স্বামী ও সন্তান নিয়ে সুখেই রয়েছেন মাধুরী, করছেন সিনেমাও।