ইপিএফ (EPF)অ্যাকাউন্টধারকদের জন্য শীঘ্রই আসতে পারে সুখবর। এবার থেকে 'এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড'-এ টাকা রাখার জন্য পেতে পারেন আরও বেশি সুদ।
এবার সেই পথেই হাঁটতে পারে সংগঠন। জেনে নিন, কীভাবে পাবেন এই অতিরিক্ত সুদের টাকা।
শীঘ্রই শেয়ার বাজারে তাদের বিনিয়োগের পরিমাণ বাড়াতে পারে EPFO বোর্ড। যার ফলে আরও বেশি রিটার্ন পেতে পারেন বিনিয়োগকারীরা।
সূত্রের খবর, আগামী ২৯-৩০ জুলাই বসবে EPFO বোর্ডের সভা। যেখানে স্টক মার্কেটে সংগঠনের টাকা বিনিয়োগের সীমা বাড়ানোর প্রস্তাব উঠতে পারে।
বর্তমানের ১৫ শতাংশ থেকে ২০ শতাংশ শেয়ার বাজারে বিনিয়োগে অনুমোদন দিতে পারে বোর্ড।
EPFO-এর ফিনান্স ইনভেস্টমেন্ট অ্যান্ড অডিট কমিটি শেয়ার বাজারে বিনিয়োগের সীমা ২০ শতাংশে বাড়ানোর প্রস্তাব অনুমোদন করেছে।
আগামী দিনে যা বাড়িয়ে ৫-২০ শতাংশ পর্যন্ত বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হবে।