প্রবাসে বসবাসের দরুণ আজকাল বাংলা ভুলছেন বাঙালি

অথচ দশকের পর দশক প্রবাসে থেকেই অনন্যসৃষ্টি বনফুলের

আসল নাম বলাইচাঁদ মুখোপাধ্যায়, শিক্ষকের ভয়ে বনফুল ছদ্মনাম

পৈতৃক নিবাস হুগলির শিয়াখালায়, তবে জন্ম-কর্ম প্রবাসে

বাবা ছিলেন চিকিৎসক, ছেলেও ডাক্তার হন

ডাক্তারি পড়তে কলকাতায় আগমন, পড়া সেরে ফেরত যান প্রবাসে

হাসপাতালে প্র্যাকটিস শুরু করেন, পাশাপাশি চলতে থাকে লেখা

রবীন্দ্রনাথও ছিলেন গুণমুগ্ধ, স্মৃতিস্বরূপ কবির জোব্বা আদায় করেন

ডাক টিকিটেও জায়গা পান, পান ফিল্মফেয়ার পুরস্কারও

শেষজীবনে কলকাতায় ফিরে আসা, তবে মনের মধ্যে ছিল শুধু সবুজ