বেড়াতে যাচ্ছেন? কিন্তু তা বলে ত্বককে অবহেলা নয়।

বেড়াতে গিয়ে ত্বকের অবহেলা করলে ব্রণ, ট্যান পড়ে যাওয়ার মতো নানা সমস্যা হতে পারে। তাই বেশ কিছু বিষয় মাথায় রাখতেই হবে।

সানস্ক্রিনের ব্যবহার বাধ্যতামূলক। বাইরে থাকাকালীন অতি বেগুনি রশ্মিতে ত্বক নষ্ট হতে পারে।

বাইরে থাকলে ত্বক নোংরা হবেই। তাই ক্লিনজিং এবং টোনিং বাধ্যতামূলক।

হোটেলে নানা রকমের প্রসাধনী থাকে। তবে তা ত্বকের জন্য ঠিক নাও হতে পারে।

এমন জামা কাপড় পরতে হবে, যা হবে আরামদায়ক। যাতে ত্বকের সমস্যা না হয়।

ত্বক ময়শ্চারাইজার ব্যবহার করতে হবে নিয়মিত। তাতে ত্বক থাকবে সতেজ।

ওয়েট ওয়াইপস রাখতে হবে সবসময়। কারণ অনেক সময় জল না থাকলেও যাতে প্রয়োজনে ব্যবহার করা যায়।

বাইরে থাকলেও জল পানে কোনও গাফিলতি নয়। পানীয় জল সঙ্গে রাখতে হবে। তাতে শরীর সতেজ থাকবে।

সব সময় মুখে হাত না দেওয়াই উচিত। হাতে থাকা নোংরা মুখে লেগে যেতে পারে।