এবিপি লাইভের বাছাই করা সেরা আইপিএল একাদশের ওপেনার জস বাটলার

১১ ম্যাচে ৩১৭ রান, বাটলারের সঙ্গী ওপেনার ঋদ্ধিমান সাহা

১৫ ম্যাচে ৬১৬ রান, দুটি সেঞ্চুরি, তিন নম্বরে নামবেন কে এল রাহুল

১৫ ম্যাচে ৪৮৭ রান, বল হাতে ৮ উইকেট। অলরাউন্ডার হার্দিক পাণ্ড্য

১৪৩ ছুঁই ছুঁই স্ট্রাইক রেটে ৪৮১ রান করেছেন, পাঁচ নম্বরে ভরসা ডেভিড মিলার

১৪ ম্য়াচে প্রায় ১৭৫ স্ট্রাইক রেটে ৩৩৫ রান, সঙ্গে মিডিয়াম পেস করে ১৭টি উইকেটও নিয়েছেন, ছয়ে নামবেন আন্দ্রে রাসেল

মাত্র ৮ ম্যাচে করেছেন ৩৩৩ রান। ব্যাটিং গড় ৫৫-র বেশি। স্ট্রাইক রেট ১৫২.৭৫, সাতে নামবেন রজত পাতিদার

১৭ ম্যাচে ১২ উইকেট নিয়েছেন, ব্যাটের হাতও ভাল, দলে জায়গা পাকা অশ্বিনের

১৭ ম্যাচে ১৯ উইকেট, পাশাপাশি ব্যাটে স্ট্রাইক রেট ২০৬.৮১, অটোমেটিক চয়েস রশিদ খান

১৬ ম্যাচে ২০ উইকেট নিয়েছেন, স্লগ ওভারে অবিশ্বাস্য সমস্ত স্পেল, দলের প্রধান পেসার মহম্মদ শামি

১৫ ম্য়াচে ১৯ উইকেট। ডেথ ওভার স্পেশালিস্ট, দলে হর্ষল পটেলের জায়গা পাকা

১৪ ম্যাচে ২২ উইকেট। এবারের আইপিএলের অন্যতম সেরা চমক, দ্বাদশ হিসাবে থাকবেন উমরন মালিক