শৈশবে খালিপায়ে হেঁটে ১০ কিলোমিটার দূরের স্কুলে যেতেন



পাঞ্জাবের (বর্তমানে পাকিস্তানের অংশ) বর্ধিষ্ণু পরিবারের সন্তান



দেখেছেন দেশভাগ, প্রিয়জনদের নৃশংস মৃত্যু



বাবা-মা, ভাই-বোনেদের মৃত্যু দেখেছিলেন স্বচক্ষে



দিল্লির উদ্বাস্তু শিবিরে দিদির সঙ্গে থাকতেন



ট্রেনে বিনা টিকিটে ভ্রমণ করার সময় ধরা পড়েছিলেন, হয়েছিল হাজতবাসও



এক সময় ভেবেছিলেন ডাকাত হবেন, জীবন বদলে দিল সেনাবাহিনীতে যোগদান পর্ব



তিনিই মিলখা সিংহ, গোটা বিশ্ব যাঁকে উড়ন্ত শিখ বলে কুর্নিশ জানিয়েছে



কমনওয়েলথ গেমসে প্রথম সোনা জেতেন, পরে এশিয়ান গেমসেও সোনা, পদ্মশ্রী পেয়েছিলেন



মিলখার জীবনী নিয়ে তৈরি হয়েছিল সিনেমাও, হয়ে উঠেছিলেন কিংবদন্তি অ্যাথলিট