একের পর এক মানুষ পড়ছেন বন্ধুত্বের প্রতারণা চক্রে

অনেকেই অচেনা প্রোফাইলের অনুরোধে সাড়া দেন

তারপর আসে চ্যাট রিকোয়েস্ট

হঠাত একদিন ভিডিও কল, এরপরই ঘটে বিপদ।

ভিডিও কল ধরলেই স্ক্রিনে দেখা যাচ্ছে, অশালীন পোশাকে এক মহিলাকে

ফাঁদে পড়ে গেছেন বুঝে ওঠার আগেই কাজ সেরে ফেলছেন প্রতারকরা

তারপর আসছে ব্ল্যাকমেল করে ফোন।

বলা হচ্ছে, তাঁর বিকৃত-আশালীন ভিডিও ফাঁস করে দেওয়া হবে চেনা পরিচিতদের কাছে।

আসছে হুমকি

' হয় টাকা দিন , নয় অসম্মানের জন্য প্রস্তুত থাকুন ! '

এমন হুমকির মুখে কেউ মাথা নোয়াচ্ছেন,

কীভাবেই এড়ানো যায়?

কোনওভাবে ফাঁদে পড়ে গেলে কোনওভাবেই টাকা দেবেন না।

ব্ল্যাক টেপ দিয়ে ক্যামেরা ঢেকে রাখুন।

কারও বন্ধুত্বের প্রস্তাব মেনে নেওয়ার আগে দেখুন কোনও যোগসূত্র খুঁজে বের করতে পারেন কিনা।

অচেনা প্রোফাইল থেকে ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করবেন না।