অনেকেই অচেনা প্রোফাইলের অনুরোধে সাড়া দেন
হঠাত একদিন ভিডিও কল, এরপরই ঘটে বিপদ।
ফাঁদে পড়ে গেছেন বুঝে ওঠার আগেই কাজ সেরে ফেলছেন প্রতারকরা
বলা হচ্ছে, তাঁর বিকৃত-আশালীন ভিডিও ফাঁস করে দেওয়া হবে চেনা পরিচিতদের কাছে।
আসছে হুমকি
কোনওভাবে ফাঁদে পড়ে গেলে কোনওভাবেই টাকা দেবেন না।
কারও বন্ধুত্বের প্রস্তাব মেনে নেওয়ার আগে দেখুন কোনও যোগসূত্র খুঁজে বের করতে পারেন কিনা।