আজ জন্মদিন বলিউড অভিনেত্রী ফতিমা সানা শেখের। একনজর দেখে নেওয়া যাক তাঁর সম্পর্কে অজানা কিছু তথ্য

ফতিমার কেরিয়ার শুরু হয়েছিল খুব অল্প বয়সেই। শিশুশিল্পী হিসেবে বলিউ়ডে জার্নি শুরু ফতিমা সানা শেখের

কমল হাসান, তব্বু অভিনীত 'চাচি ৪২০', ঋষি কপূরের 'বড়ে দিলওয়ালা', 'শাহরুখ খানের 'ওয়ান টু কা ফোর'-এর মতো ছবিতে কাজ করেন

হিন্দি ধারাবাহিকে দেখা গিয়েছে ফতিমা সানা শেখকে। ''আগলে জনম মোহে বিটিয়া হি কিজো'', 'লেডিস স্পেশাল'-এর মতো ধারাবাহিকে অভিনয় করেন

একবার বিরতি নেওয়ার পর ফের ফিরে আসা ফতিমা সানা শেখের জন্য খুব সহজ কাজ ছিল না

অভিনয়ে সুযোগ না পেয়ে ফোটোগ্রাফার হিসেবে কাজ করতে শুরু করেন ফতিমা। তাঁর সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে চোখ রাখলে সেসবের ঝলক দেখা যায়

ফতিমা সানা শেখ পড়াশোনাতেও তুখোড়। মুম্বই থেকেই তিনি স্কুল এবং কলেজের পড়াশোনা শেষ করেন

বিভিন্ন সাক্ষাৎকারে ফতিমা বলে থাকেন যে,তিনি মৃগীরোগে আক্রান্ত হন। পরবর্তীকালে দীর্ঘ চিকিৎসা চলে তাঁর

অভিনয় ছাড়াও নাচ, গান, আঁকা, ছবি তুলতে পছন্দ করেন ফতিমা। নানা সময়ে নিজেই তিনি তা জানিয়ে থাকেন

Thanks for Reading. UP NEXT

শহরে মুক্তি পেল 'লকড়বগ্গা'র নতুন গান

View next story