'লকড়বগ্গা - দ্য হায়না' ভারতের এমন একটি প্রথম অ্যাকশন ফিল্ম যা একজন পশুপ্রেমিক সংগঠনের সদা সতর্ক ও সজাগ সদস্যের গল্প বলে।

কলকাতার প্রেক্ষাপটে তৈরি এই ছবির প্রথম প্রিমিয়ার অনুষ্ঠিত হয় 'কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব'-এ।

ছবিটির মুখ্য চরিত্রে রয়েছেন অংশুমান ঝা, ঋদ্ধি ডোগরা, মিলিন্দ সোমন, পরেশ পাহুজা। মঙ্গলবার শহরে হাজির হয়েছিলেন তারকারা।

রবীন্দ্রনাথ ঠাকুরের 'পুরানো সেই দিনের কথা' গানটি নয়া আঙ্গিকে লঞ্চ করার জন্য কলকাতায় আসেন।

এই রবীন্দ্র সঙ্গীতটিকে নতুন রূপ দিয়েছেন বেলজিয়ান মায়েস্ট্রো সাইমন ফ্রান্সকুয়েট।

অংশুমান ঝায়ের কথায়, 'রবীন্দ্রনাথ ঠাকুরের 'পুরানো সেই দিনের কথা' গানটি গেয়েছেন শ্রুতি পাঠক।'

'কলকাতার শ্রোতারা এই একবিংশ শতকের রবি ঠাকুরের একটি কালজয়ী গানের প্রথম উপস্থাপনা শুনতে পাবেন।'

ঋদ্ধি ডোগরার কথায়, 'লকড়বগ্গা সত্যিই একটি বিশেষ সিনেমা। এতে অ্যাকশন রয়েছে, থ্রিল রয়েছে।'

'আমার বড় পর্দায় আত্মপ্রকাশের ক্ষেত্রে এটি বিশেষ একটা ছবি।'

মিলিন্দ সোমনের কথায়, 'ছবিতে আমি মার্শাল আর্ট প্রশিক্ষক এবং অংশুমানের বাবার চরিত্রে অভিনয় করছি।'