অভিনয়ের জোরেই বলিউডে নিজের জায়গা পাকা করে ফেলেছেন অভিনেত্রী ফতিমা সানা শেখ।



তবে মসৃণ ছিল না ফতিমার পথটা, সফল হতে গিয়ে হয়েছিল বিভিন্ন তিক্ত অভিজ্ঞতা হয়েছিল তাঁর।



মাত্র ৩ বছর বয়সে যৌন হেনস্থার শিকার হয়েছিল ফতিমা, কাউকে বলতে পারেননি সেই কথা।



তবে ছোটবেলার তিক্ত সেই অভিজ্ঞতার কথা ভুলে যেতে পারেননি ফতিমা। পরবর্তীতে বলেছেন সেই কথা।



বলিউডে কাস্টি কাউচের শিকার হয়েছিলেন ফতিমা, দ্ব্যর্থহীন ভাষায় জানিয়েছেন সেই কথাও।



ফতিমার জানিয়েছেন, কেবলমাত্র শয্যাসঙ্গিনী হতে রাজি না হওয়ার জন্য তাঁর কাছ থেকে চলে গিয়েছে অনেক কাজের অফার।



অনেক সময়েই নাকি ফতিমাকে বলা হয়েছিল, কাজ দেওয়া হবে কেবলমাত্র শয্যাসঙ্গিনী হলে, তবেই।



তবে সেই সমস্ত শর্তে রাজি হননি ফতিমা, লড়াই করেছেন, অপেক্ষা করে গিয়েছেন সঠিক সময়ের।



শেষমেষ.. কেবলমাত্র প্রতিভার জোরেই বলিউডের এখন পরিচিত নাম ফতিমা।