সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় নিজের মৃত্যুর খবর ছড়িয়ে দেওয়া এবং পরে তা অস্বীকার করায়, চর্চায় কেন্দ্রবিন্দুতে পুনম পান্ডে। তবে এই প্রথম নয়, এর আগেও বারে বারে, বিভিন্ন বিতর্কে উঠে এসেছে পুনম পান্ডের নাম! 'নশা' ছবিটিতে পুনম অভিনয় করলেও, এরপরে তাঁকে মূলধারার নায়িকা হিসেবে ভাবেননি কেউই। ২০১১ সালে পুনম দাবি করেছিলেন, ভারত ক্রিকেট বিশ্বকাপ জিতলে তিনি প্রকাশ্যে নগ্ন হবেন। আইপিএল-এর পঞ্চম মরসুমে কেকেআর চ্যাম্পিয়ন হওয়ায় সত্যিই বিবস্ত্র হয়ে ছবি পোস্ট করেছিলেন পুনম নিজের নামে একটি অ্যাপ লঞ্চ করেছিলেন পুনম তবে তা আপত্তিকর ছবি ও ভিডিওর জন্য ব্যান হয়ে যায়। ২০২০ সালে রাজ কুন্দ্রার বিরুদ্ধে আইনি অভিযোগ এনেছিলেন পুনম। পুনমের অভিযোগ, চুক্তির মেয়াদ পেরিয়ে যাবার পরেও তাঁর অ্যাপের ছবি এবং ভিডিয়ো ব্যবহার করা হয়েছে ২ বছর প্রেমের পরে বিয়ে করেছিলেন পুনম তবে মধুচন্দ্রিমাতেই ভাঙে তাঁর বিয়ে। প্রাক্তন স্বামীর বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ আনলেও, পরে তাঁর পাশে দাঁড়িয়েছিলেন পুনম