ফুটবল বিশ্বকাপ জ্বরে আক্রান্ত গোটা বিশ্ব এবার মিষ্টিতে উঠে এল বিশ্বকাপের ঝড় বিশ্বকাপের বিভিন্ন বড় দলগুলির স্ট্রাইকার প্লেয়ারদের নামে মিষ্টি বানানো শুরু দুর্গাপুরে নীল-সাদা জার্সিতে মেসি মিষ্টিও তৈরি করেছেন বিক্রেতার। যার দাম ৫ হাজার টাকা। তাতে আগ্রহ বাড়ছে ক্রেতাদের ব্রাজিল এবং আর্জেন্তিনার সহ বিভিন্ন দলের জার্সির রঙের মিষ্টিও তৈরি করা হয়েছে। অভিনব এই ভাবনা নিয়ে সবমিলিয়ে উৎসাহ বাড়ছে ক্রেতাদেরও আপাতত মেসির অবয়বে মিষ্টি বানানো হয়েছে। আগামীদিনে এরকম আরও মিষ্টি বানানো হবে