কাতার বিশ্বকাপই সম্ভবত লিওনেল মেসির সম্ভবত শেষ বিশ্বকাপ সেই বিশ্বকাপে বিখ্যাত নীল সাদা জার্সিই আর্জেন্তিনার হোম জার্সি

মেসিদের অ্যাওয়ে জার্সিতে বেগুনী রঙ লিঙ্গসাম্যের প্রতীক

রেকর্ড চ্যাম্পিয়ন ব্রাজিলেরও হোম জার্সিতে প্রথাগত হলুদ রঙই রয়েছে, নতুনত্ব বলতে সূক্ষ্ম ঢেউ খেলানো কারুকার্য

উরুগুয়ের হোম জার্সি প্রথা মেনেই আকাশি নীল রঙের

সুয়ারেজদের অ্যাওয়ে জার্সির রঙ সাদা

জার্মানদের হোম জার্সিতে সাদা ও কালোর সংমিশ্রণ রয়েছে

অ্যাওয়ে জার্সিতে রয়েছে কালো ও লালের কারুকার্য

আফ্রিকান চ্যাম্পিয়ন সেনেগালদের আবার হোম জার্সিই সাদা রঙের

সাদিও মানেদের অ্যাওয়ে জার্সি অনেকটা উরুগুয়ের মতোই খালি রঙ সাদার বদলে সবুজ

স্প্যানিশ দলের হোম জার্সিতে লাল নীলের মিশ্রণে অনেকটা আগেরকার দিনের মতো 'ক্লাসিক' লুক রয়েছে

তবে দলের অ্যাওয়ে জার্সিতে রয়েছে নতুনত্বের ছোঁয়া