লিওনেল মেসি সম্ভবত সর্বকালের সেরা ফুটবলার, তবে তাঁর বিশ্বকাপ জয়ের স্বপ্ন এখনও অধরাই রয়েছে

নিজের শেষ বিশ্বকাপে সবটা উডাড় করে দিয়ে আর্জেন্তিনাকে বিশ্বচ্যাম্পিয়ন করার উদ্দেশ্যে মাঠে নামা মেসির দিকে তো নজর থাকবেই

বয়স ৩৭ পার করেছে, তাও বর্তমান বিশ্বের সেরা ফুটবলারদের মধ্যে রোনাল্ডোর নাম অবশ্যই থাকবে

সম্ভবত নিজের শেষ বিশ্বকাপে খেলতে নামলেও, এখনও একাই ম্যাচ ঘুরিয়ে দেওয়ার ক্ষমতা রাখেন পর্তুগিজ অধিনায়ক

রোনাল্ডোর প্রাক্তন রিয়াল মাদ্রিদ সতীর্থ লুকা মদ্রিচও নিজের শেষ বিশ্বকাপে খেলতে নামবেন

গতবার দলকে ফাইনাল পর্যন্ত নিয়ে গিয়েছিলেন, এবারেও বিশ্বকাপের মঞ্চে মদ্রিচের জাদু দেখার অপেক্ষায় অনুরাগীরা

বারবার যেমন বিতর্কের জেরে শিরোনাম কেড়েছেন, তেমনই নিজের ফুটবল দক্ষতায়ও সকলকে মন্ত্রমুগ্ধ করেছেন লুইস সুয়ারেজ

নিজের শেষ বিশ্বকাপ নিঃসন্দেহে উরুগুয়ের জন্য চিরস্মরণীয় করে রাখতে চাইবেন সুয়ারেজ

২০০২ সালের পর থেকে আর বিশ্বকাপ জেতেনি ব্রাজিল, এবার সেই হতাশা ভুলে সাফল্যের লক্ষ্যে সেলেসাওরা

ব্রাজিলকে আবারও বিশ্বজয় করতে হলে দলের রক্ষণের স্তম্ভ থিয়াগো সিলভাকে কিন্তু নিজের সেরাটা দিতে হবে, তাঁর দিকে বিশেষ নজর থাকবে