এআইএফএফ-এ তৃতীয় পক্ষের হস্তক্ষেপের কারণে তাদের নির্বাসিত করেছে ফিফা।

AIFF কার্যকরী কমিটি নিয়ন্ত্রণ ফিরে না পাওয়া পর্যন্ত এই নির্বাসন বহাল থাকবে, জানাচ্ছে FIFA।

ফিফার নির্বাসন বহাল থাকলে ভুগতে হবে ভারতীয় ফুটবলকে।

ফিফার নির্বাসন বহাল থাকলে ভারতে নির্ধারিত অনূর্ধ্ব -১৭ মহিলা বিশ্বকাপ স্থগিত হতে পারে। আপাতত তৈরি ঘোর অনিশ্চয়তা।

আপাতত কোনও আন্তর্জাতিক ম্যাচ ও টুর্নামেন্টে অংশ নিতে পারবে না ভারতীয় ফুটবল দল

ফিফার নির্বাসন বহাল থাকলে ভারতীয় ফুটবল দলের র‍্যাঙ্কিং ফের শূন্য থেকে শুরু হবে।

কোনও ক্লাবই কোনও বিদেশি ফুটবলারকে সই করাতে পারবে না।

যে বিদেশি ফুটবলাররা ইতিমধ্যেই সই করেছেন, তাঁরা অন্য কোনও দেশে খেলতে পারবেন না।

এই অবস্থায় কাল সুপ্রিম কোর্টে এআইএফএফ মামলার শুনানি।

ভারতের কেন্দ্রীয় ক্রীড়া ও যুবকল্যাণ মন্ত্রকের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছে ফিফা।