আজ বিশ্বকাপে আর্জেন্তিনার ভাগ্যপরীক্ষা পোল্যান্ডের বিরুদ্ধে নামছেন লিওনেল মেসিরা এই ম্য়াচ জিতলে সরাসরি শেষ ষোলোয় পৌঁছে যাবে আর্জেন্তিনা সেক্ষেত্রে অন্য ম্যাচে সৌদি আরব জিতলেও মেসিদের যোগ্যতা অর্জন আটকাবে না তবে ড্র করলে মেসিদের নির্ভর করে থাকতে হবে সৌদি আরব বনাম মেক্সিকো ম্য়াচের ফলের দিকে সৌদি আরব-মেক্সিকো ম্যাচ ড্র হলেও পরের রাউন্ডে চলে যেতে পারে আর্জেন্তিনা মেক্সিকো স্বল্প ব্যবধানে (যেমন ১-০) জিতলেও মেসিরা ড্র করলে চলে যাবেন পরের রাউন্ডে কিন্তু আর্জেন্তিনা যদি হেরে যায়? তা হলে কোনওভাবেই পরের পর্বে যাওয়া সম্ভব নয় আর্জেন্তিনার মেসিরা ৩ পয়েন্টে আটকে যাবেন। সেক্ষেত্রে মেক্সিকো-সৌদি আরব ম্য়াচ ড্র হলে ৪ পয়েন্ট নিয়ে পরের পর্বে যাবে সৌদি আরব এমনকী, মেক্সিকো জিতে গেলে ৪ পয়েন্ট নিয়ে চলে যাবে পরের পর্বে, আর্জেন্তিনাকে গ্রুপ থেকেই বিদায় নিতে হবে