মেলবোর্নে টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে পাকিস্তানকে ৫ উইকেটে হারিয়ে দিল ইংল্যান্ড

দ্বিতীয়বারের জন্য টি-টোয়েন্টিতে বিশ্বচ্যাম্পিয়ন হল ইংল্যান্ড, ২০১০ সালের পর আবার

জয়ের পর মাঠেই উৎসবে মাতলেন জস বাটলার, বেন স্টোকস, যোগ দিলেন পরিবারের সদস্যরাও

তবে একটি বিশেষ কারণে নজর কেড়ে নিয়েছে ইংল্যান্ড ক্রিকেট দল

পোডিয়ামে যখন ট্রফিটি ইংল্যান্ড অধিনায়ক জস বাটলারের হাতে তুলে দেওয়া হল, তখন কেউ শ্যাম্পেনের বোতল খোলেননি

বিশ্বচ্যাম্পিয়নরা ট্রফি নেওয়ার পর পোডিয়ামেই শ্যাম্পেনের বোতল খুলে থাকে

ইংরেজ শিবির সেই পথে হাঁটেনি, কিন্তু কেন?

ইংল্যান্ড দলে রয়েছেন দুই মুসলিম ক্রিকেটার, মঈন আলি ও আদিল রশিদ

তাঁদের সম্মান জানানোর জন্যই পোডিয়ামে শ্যাম্পেন বর্জনের সিদ্ধান্ত জস বাটলারদের

পরে যখন মাঠের মধ্যে ফটো সেশন হয়, তখন শ্যাম্পেন খোলেন ক্রিকেটারেরা, সেই সময় আদিল ও মঈন ছিলেন না