জাপানের কাছে প্রথম ম্যাচে অপ্রত্যাশিতভাবে হেরে গিয়েছিল জার্মানি বিশ্বকাপের অন্যতম বড় অঘটন ছিল সেটি তবে দ্বিতীয় ম্যাচে স্পেনের সঙ্গে ড্র করে ঘুরে দাঁড়িয়েছে জার্মানি এখনও শেষ ষোলোয় যাওয়ার সম্ভাবনা রয়েছে তাদের কীভাবে? গ্রুপের শেষ ম্যাচে কোস্তা রিকাকে হারাতে হবে অন্য ম্যাচে স্পেন যদি জাপানকে হারিয়ে দেয়, তাহলেই নক আউটে যাবে জার্মানি জার্মানি শেষ ম্যাচে জিতলে আর স্পেন ড্র করলেও শেষ ষোলোয় যেতে পারে জার্মানি সেক্ষেত্রে গোলপার্থক্যে এগিয়ে থাকতে হবে জামাল মুসিয়ালা, থোমাস মুলারদের