আর্জেন্তিনার কাছে হারলেও শিরোনামে পোল্যান্ডের গোলকিপার ওয়েসেক স্কেসনে মেসির পেনাল্টি আটকে দিয়েছেন ৩২ বছরের তারকা গোটা ম্যাচে বাঁচিয়েছেন অসংখ্য গোল ২০০৮ সালে জিমে ওজন পড়ে গিয়ে ভেঙে গিয়েছিল ২ হাত বিরল দুর্ঘটনায় ৪ মাস মাঠের বাইরে চলে গিয়েছিলেন মাঠে ফিরে ফের তিনকাঠির নীচে দুর্ভেদ্য স্কেসনি বাবা মাচিজ় স্কেসনেও ছিলেন গোলরক্ষক, আন্তর্জাতিক ফুটবলও খেলেছিলেন মেসির কাছে একটি বাজি হেরে গেলেন পোল্যান্ডের গোলকিপার স্কেসনি বলেছিলেন, রেফারি পেনাল্টি দিলে ১০০ ইউরো দেবেন মেসিকে রেফারি পেনাল্টি দেওয়ায় সেই বাজি হেরে গিয়েছেন বলে জানিয়েছেন স্কেসনি নিজেই (ইনস্টাগ্রাম)