ব্রাজিলকে ঘিরে কাতারে উন্মাদনা ষষ্ঠ বিশ্বকাপ জেতার স্বপ্নপূরণের দৌড় ব্রাজিলের গ্রুপের শেষ ম্যাচে ক্যামেরুনের কাছে হেরেছে ব্রাজিল তবু কাপ জয়ের অন্যতম দাবিদার সেলেকাওরা ব্রাজিলকে ঘিরে উৎসবমুখর কাতার সাম্বার ছন্দে মাতোয়ারা মরুদেশ নাচে-গানে বর্ণময় কাতার প্র্যাক্টিস শুরু করেছেন নেমার শেষ ষোলোর ম্যাচে ব্রাজিলের প্রতিপক্ষ কোরিয়া প্রজাতন্ত্র মিশন হেক্সা সফল হবে সাম্বার দেশের?