গ্রুপ পর্বের তিন ম্যাচেই একটি করে গোল করেছেন আলভারো মোরাতা কিলিয়ান এমবাপের দখলেও তিনটি গোল মার্কাস ব়্যাশফোর্ডও তিন গোল করেছেন ইকুয়েডর ছিটকে গেলেও গোলদাতার তালিকায় শীর্ষে এনার ভ্যালেন্সিয়া মোরাতার মতোই তিন গ্রুপ পর্বের ম্যাচে গোল করেছেন গ্যাকপোও দুই গোল করে তালিকায় রয়েছেন অলিভিয়ের জিহুও জাপানের নক আউট পৌঁছনোর অন্যতম কারিগর রিতসু ডোয়ানও জোড়া গোল করেছেন ব্রনো ফার্নান্ডেজ উরুগুয়ের বিরুদ্ধে জোড়া গোল করেছিলেন ফেরান তোরেস কোস্তা রিকার বিরুদ্ধে দুই গোল করেন লিওনেল মেসির দখলেও এই বিশ্বকাপে দুই গোল করার কৃতিত্ব রয়েছে