২০০২ সালের পর ফের এশিয়া মহাদেশে বসতে চলেছে ফুটবল বিশ্বকাপের আসর

২১ নভেম্বর থেকে কাতারে শুরু বিশ্বকাপ ফুটবল

কিছুদিন আগেই কাতার ও ফিফা যৌথভাবে বিশ্বকাপের ম্যাসকট প্রকাশ্যে এনেছিল

এবারের বিশ্বকাপের ম্যাসকটের নাম ‘লা’ইব’

রোনাল্ডো, মেসিদের শেষ বিশ্বকাপ হতে চলেছে কাতার বিশ্বকাপ


আরবী ভাষায় ‘লা’ইব’ কথার অর্থ হল বিশেষ দক্ষতাসম্পন্ন একজন খেলোয়াড়

ফিফার পক্ষ থেকে জানানো হয়েছে, ‘লা’ইব সবাইকে নিজের উপর ভরসা রাখার বিষয়ে উৎসাহ দিচ্ছে

সে সবাইকে ফুটবলের মাধ্যমে আনন্দ দেবে, সে অ্যাডভেঞ্চারপ্রিয়, মজাদার এবং সব বিষয়ে উৎসাহী

এই ম্যাসকট মানুষ না অন্য কোনও প্রাণী, সেটা অবশ্য সরকারিভাবে বলা হয়নি

কাতারের আবহাওয়ার কথা মাথায় রেখে এই প্রথম নভেম্বর-ডিসেম্বরে বিশ্বকাপ ফুটবল হচ্ছে