নেদারল্যান্ডসের ডিফেন্সের অন্যতম তারকা ভার্জিল ভ্যান ডাইক ৩১ বছরের এই ডিফেন্ডার লিভারপুলের হয়ে খেলেন পর্তুগালের ডিফেন্ডার রুবেন দিয়াস রয়েছেন তালিকায় ম্যান সিটির জার্সিতে খেলেন রুবেন দিয়াস ব্রাজিলের রক্ষণে ২৮ বছরের মারকুইনহােস পিএসজির এই ডিফেন্ডার এই মুহূর্তে বিশ্বের অন্যতম সেরা সেনেগালের সেন্টার ব্যাক কালিদোউ কুলিবালি ৬৪ ম্যাচ খেলেছেন নাপোলি থেকে চেলসিতে চলতি মরসুমে এসেছেন কুলিবালি কানাডার ২১ বছরের তরুণ আলফান্সো ডেভিস রয়েছেন এই তালিকায় আলফান্সো এই মুহূর্তে বিশ্ব ফুটবলে অন্যতম সেরা লেফট ব্য়াক